কোথাও যাওয়ার নেই, তাই যাই না।
বাজারে রবিশষ্য ওঠে, বিবাহিত জীবন
ডিমের দরদাম করেই কাটিয়ে দেয়
সুরভিত সময়।
শহরে জোনাকি নেই,
মরিচবাতির আলোয়, প্রিয় প্রেম
তুমি আর কতো বাসর সাজাবে?
বাজারের ফর্দে ফুটে আছে বিভিন্ন চাহিদা।
পিয়াজ, নতুন আলু, এলাচ, লবন, ডাল,
মরিচ আর নরডেট টুয়েন্টি এইট।
অনিষিক্ত ভ্রুণের প্রতি ঈর্ষান্বিত হয়ে বলি,
‘না জন্মালেই বরং বাঁচা যায়'