আমাদের বাস্তবিক প্রেমের দৃশ্যগুলোই
অন্যদের কাছে জাদুবাস্তবতা মনে হবে।
ঘোরলাগা কোন সন্ধ্যায়—
পরস্পরকে জড়িয়ে ধরে
যখন একশো কোটি চুমু খাবো,
তখন এতোকাল যারা চুমুর বদলে থুথু খেয়েছে, তারাও জেনে যাবে জীবানুগুলোকে প্রোটিনে রূপান্তরের কলাকৌশল।
জেনে যাবে, ঠোঁটে ঠোঁট রাখলেই চুম্বন হয় না
চুমুরও রয়েছে নিজস্ব নন্দন তত্ত্ব।
জেনে যাবে, কামড়ের সাথে চুমুর মৌলিক পার্থক্য অনুভবে, কামনায় নয়।
আর, এই বিলুপ্তপ্রায় প্রেমসভ্যতায়
রেখে যাবো ভালোবাসার প্রত্নতাত্ত্বিক সব নিদর্শন।