সকাল বেলায় তোমার জন্য
কয়েক ছত্র লিখব বলে কলম ধরেছি।
একটি লুক্কায়িত প্রায় ব্যালকনিতে বসে।
তুমি তো আর পঞ্চাশ বা একশোটি
কক্ষে র দূগ বানালে না আমার জন্য।
যেখানে বসে একটু মানস শান্তিতে লিখব।
আমি তো রবীন্দ্রনাথ বা কাজী নজরুল নই
যে ছন্দ দিব কবিতার মধ্যে।
আমি তো তোমার জন্য লিখব বলে কলম ধরেছি ।
আমি কবিদের মত লিখতে জানি না
আমি লিখতে জানি আমার ভাষায় ।
আমার কবিতায় থাকবে শুধু
তুমি ! তুমি আর তুমি।