ঘুমন্ত বিকেল কিংবা
দুপুরের প্রচণ্ড রোদ,
মেঘলা দিন কিংবা
বৃষ্টির অঝরে ধারা,
সন্ধ্যার আঁধার কিংবা
রাতের জোনাকিরা  আলো,
সবই তোমার জন্য।
শীতের কুয়াশায় সকাল কিংবা
গ্রীষ্মের কড়া গরম,
বসন্তের গাঁদা ফুল কিংবা
ফুলের রাণী গোলাপ,
সবই তোমার জন্য।
আকাশে রাতের তারা কিংবা
পূর্ণিমা রাতের চাঁদ,
সবই তোমার জন্য।
আমার এই মন কিংবা
আমার ভালবাসা,
সবই তোমার জন্য।
             হ্যাঁ,শুধু তোমার জন্য।