আমি দেখেছি তোমায়
স্বপ্ন এবং তুমি।
তুমি তো ছিলে আড়ালে
স্বপ্নের কিনারে ।
আর আমি বলব
স্বপ্ন এবং তুমি !
তোমার রুপ যেন !
স্বপ্নে আমাকে বিমুগ্ধ করেছিল ।
আর তাই আমি বলি
স্বপ্ন এবং তুমি ।
তুমি হয়তো স্বপ্নেই আসবে,
কিন্তু আমি জানি,
বাস্তবতা কি?
হয়তো বা তুমি কোন দিন,
স্বপ্ন ছাড়া ,
বাস্তবে আমার পাশাপাশি ।
আর তখন হয়তো -
বলবো আমি
স্বপ্ন এবং তুমি !।