মা তুমি কি বলতে পারো
কোথা হতে জন্ম নিল
             এই বাংলাদেশ !
কার কণ্ঠে সেদিন বজ্র নিয়ে
             সাহস দিয়েছিল ।
কার কণ্ঠে সেদিন জড় উঠেছিল
             একটি কথার।
এবারের সংগ্রাম- মুক্তির সংগ্রাম।
মা তুমি কি বলতে পারো
      কার কণ্ঠে সেদিন ফুটেছিল
                    স্বাধীনতার গান।
মা তুমি কি বলতে পারো
               সেই বীর বাংলীর কথা ।
যে তার একটি কণ্ঠে দিয়েছিল
                  বাংলার স্বাধীনতা।
মা তুমি কি বলতে পারো
                   সেই কণ্ঠ দেয়া
সাহসী একটি নাম।
নামটি যে সবার বড়ই চেনা
              শেখ মুজিবুর রহমান ।