থাকব নাক বন্ধ হয়ে
ছুটবো এবার দেশের টানে।
কেমন করে চলছে এ দেশ
দুর্নীতির এই ঘূর্ণিপাকে।
জেল হতে জেল জেলান্তরে
ঢুকছে যে সব নেতারা যে।
কিসের আশায় এমন করে
দুর্নীতি চলছে এই দেশে তে।
কিসের আশা দেখছে তারা
জেলের ভিতর মরছে কারা।
কেমন করে দূর সাহসী
চালায় যে সব দুর্নীতি ।
কেমন করে স্বার্থপর রা
দেশকে চালায় দুর্নীতি তে ।
হাওয়ায় চরে চায় যেতে সব
সুন্দর দেশের অচিন পুরে।
শুনবো আমি ইজ্ঞিত করে
দুর্নীতি কি আসছে উড়ে।
মাটি ফেরে নামব আমি।
উঠবো আমি আকাশ ফেরে।
দেশ থেকে সব দুর্নীতি কে
পুরব আমি চুলায় দিয়ে।
দেশকে আবার গড়ব আমি
নিজ হাতের মুঠোয় পুরে।