জীবন মানে কষ্টে ভরা
জীবন মানে দু:খ।
   জীবন মানে হাসি- কান্না
জীবন মানে সুখ ।
    জীবন মানে বাঁচা মরা
জীবন মানে যুদ্ধ ।
   জীবন মানে আলো - আধার
জীবন মানে শূন্য।
  জীবন মানে উত্থান- পতন
জীবন মানে মুক্ত।
    জীবন মানে ভালবাসা
জীবন মানে ব্যাথ্।
  জীবন মানে সহজ - কঠিন
জীবন মানে অস্ত।
   জীবন মানে বেচা- কেনা
জীবন মানে পন্য।
  জীবন মানে স্বাধীন ভাবে  
  বেচে থাকার জন্য।
এইসব কিছু নিয়েই শুরু
    জীবনের গল্প।