তোমরা হয়ত জানো না?
সেই দিন গুলোর কথা
নর-পশুরা কেরে নিয়েছে
আমার দেহের সবটা।
আর আজ আমি
সেই ৭১" বীরাঙ্গনা।
আমি বলছি তোমাদের শুনো।
সেই নির্মম দিনের কথা।
আমি হয়তো আগ্নেয়াস্ত্র ধরি নী।
দেই নি আমার জীবন,
শুধু ওরা কেরে নিয়েছে
সেই দিন আমার দেহ।
তাই বলে আমার
নেই কোন রাগ
আমি আজ স্বাধীন নারী।
স্বাধীন আমার দেশ।
পাইনি আমি জীবনে কিছুই
এক স্বাধীন রাষ্ট্র ছারা
আর তাই আজ
আমি ৭১" বীরাঙ্গনা ।