কিছু কথা থেকে যায়
অন্তরের গহীন বনে
অন্তরও যা জানে কি কথা তা !
না বলে যদি তাকে কাছে রাখা যায়
কাছে থেকে দূরে থেকে বড় পরখ করা যায়।
এমন একজন অন্ততঃ থাকে জীবনে
যার জন্য কথা রেখে দেওয়া
অনেক যত্নে, নিবিড় আদরে
যা কেবলি তার পাওনা
শুধুই তার অর্জন, তার জন্যই যত দান
নাই প্রাপ্তি নাই চাওয়া
বিলিয়ে দেওয়া অথৈ অনুভূতি অকাতরে
গোপন কুঠিরে রাখা অধিক যত্নে।।
অচমকা ভাবনায় আসা, নিদ্রা ভাঙ্গানো রাত, বহু রাত।
মধ্য রাতে কতক্ষণ জানালায় দাঁড়িয়ে থাকা
কার নিঃশ্বাসের শব্দ কানে আসা, তা-
অনুমানের নিখুঁত বিফল চেষ্টা।
কেন কথা জমা থেকে গেল !
অন্তরের গহীন বনে!
ভালোলাগার কোন অভিশাপে!
ভালোলাগার কোন কুমন্ত্রনায়!
ভালোলাগা একটি নির্যাতন
বিষধর সর্পের দংশন।
অনিশ্চয়তার দাবানল, তপ্ত বালু ঝড়
তান্ডব করে চলে ক্রমাগত, অবিরাম
হীম পাথর ঘরের কয়েদী!
তা না হলে-
কথা কেন জমা থেকে গেল !
অন্তরের গহীন বনে।।