হঠাৎ অ-কারণে, অচমকা
একটা বাতাস যেমন দমকা
দিল তোমার মনে তীব্র হানা
উটকো আঘাত, ব্যথা, আগে থেকে অ-জানা।
আকাশ উঠলো যেন কেঁপে
সে ব্যথা, সে দুঃখ তুমি নিলে বুকে চেপে।
একটা মাধুরী, একটা মায়া একটা সৌন্দর্যের ছায়া
ধরেছে ঘিরে, বর্ণানাতীত তোমার দেহ কায়া !
তুমি যে এতো সুন্দরী হতে পারও !
দুঃখিনি ভাবটা – সুন্দরী থেকে মহতী করলো আরও।
বহু দুঃখবোধ বুকে চেপে ধরে
তোমার মত করে
যদি আমিও দুঃখি হতে পারতাম একদিন
মুছে যেত সব চাওয়া, মুছে যেত জীবনের যত ঋণ।