প্রকৃতির কাছে চেয়েছি শিউলি ফোটার
ভোরের সময়টা আরও দীর্ঘ করে দিতে-
যাতে শিউলির বেশিটা স্পর্শ পাই।
শিশিরের সাথে তার যে মিতালী
নিবিড় হোক, সেই মিতালীতে ভাগ নিয়ে আমিও
যেন দ্রুত ফুরিয়ে না যাই।
শিশিরের উপঢৌকনে তাজা ঘাসের যে বিছানা
শিউলি তার ফুল দিয়ে সাজিয়ে রাখুক দীর্ঘ ক্ষণ, তাই
চেয়েছি শিউলি ফোটার
ভোরের সময়টা আরও দীর্ঘ করে দিতে!
শিউলি ফুলের গন্ধ পেয়ে প্রথম জগৎকে
খুঁজে পাওয়া, বেঁচে থাকার বাসনা, অনন্তঃ কাল-
কে ফুরিয়ে যেতে চায়, হারিয়ে যেতে !
শিউলের আড়ালে যে দুঃখের তাবিজ
বাহিরে স্নিদ্ধ সৌন্দর্যের মেলা
সূর্যালোক, কোলাহলের প্রতি তার যে চির অভিমান
জেনে তাই-
সেই অভিমানে যুক্ত হয়ে শিউলি ফুলে থাকতে চেয়েছি
সেই গন্ধে মেখে থাকতে চেয়ে,
স্নিদ্ধ সৌন্দর্যের মেলায় যুক্ত হয়ে-
চেয়েছি শিউলি ফোটার
ভোরের সময়টা আরও দীর্ঘ হোক।