আলোয় তুমি ভগবান, গহীন আঁধারে
নগ্নতা করো পান, চুপিসারে।
নিশিগন্ধার জলে ধৌত করো মুখ,
নিষিদ্ধ রমণীর
ঝুলেপরা স্তনে খুঁজে পাও সুখ।
আলোয় তুমি ভগবান, রাতের আঁধারে
মুখোশটা খুলে পড়ে যখন, তারে
বড়ই চেনাচেনা লাগে, ঠিক যেন শয়তানের অবয়ব!
মুখোশটার যেদিন হবে উন্মোচন
মুখটা তখন কী করে লুকাবে হে ভগবান?
বন্ধ হবে সব কলরব! সাদা এবং কালোয়!