এই শহরের বুকে
বেঁচে আছি
জীবনের খোঁজে পাড়ি দিয়ে অনেক পথ।
কোথাও এক চিলতে সবুজ ভূমি নেই
এক টুকরো সুনীল আকাশ নেই
নদী নেই
পলি নেই
নেই পাললিক মন।
চারদিকে শুধু যন্ত্রদানবের দাপাদাপি।
আজ এই শহরের বুকে নেই কোনো
সোঁদামটির ঘ্রাণ।
তবু ইট পাথরের কঠিন কংক্রিটের মাঝে
বেঁচে আছি নিষ্প্রাণ।
আজ এই শহরের কোলজুড়ে
অনাবিল চাঁদ ঝলসানো আলো চোখে পড়ে না কোনো
সারিসারি দালান খাড়া দাঁড়িয়ে আছে কেবল।
নিয়নবাতির উছল আলোয় ঝলসে যায় চৌদিক।
মানুষ দেখি না কোনো
কেবলই রোবট দেখি।
মাটির মমতা নেই
চেয়ে দেখি
সবুজ বনানী হয়ে আছে বনসাঁই।