নেই সে নেই
কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে না।
দিকে দিকে মানবতা আজ ভুলুণ্ঠিত।

কী কারণে? কী এক উন্মত্ত নেশায় আজ ওরা
পাগলা কুকুর!
হাসতে হাসতে মারছে নিষ্পাপ শিশু!
রক্ত নিচ্ছে বিনা অপরাধে। আর সেই দৃশ্যপট
উপভোগ করছে সবাই মিলে! যেন কিছুই হয়নি।
সবকিছু ঠিকঠাক আছে। চলছে স্বাভাবিক।
শুধু ফিলিস্তিনের বাতাসে কান্নার রোল বাজে নিত্য!
ফিলিস্তিনের আকাশ আজ কালো মেঘে ঢাকা।

যে শিশুটি আজ ভূমিষ্ট হল
দেখা হলো না কিছুই- চক্ষু মেলে তার
বিধাতার সুন্দর এই পৃথিবীটাকে।
বিনা কারণে মরতে হল তাকেও! কিন্তু কেন?
বিশ্ব বিবেক তবু চুপ করে আছে! যেন কিছুই হয়নি।
এভাবে আর কতদিন চুপ করে থাকবে?
কোথায় বুশ? কোথায় হিলারি, ওবামা? কোথায় জাতিসংঘ?
তোমরা আজ কোথায়?
এই তাজা খুনের বদলা কি হবে না?

সাদ্দামকে তবে কোন অপরাধে ফাঁসিতে ঝুলতে হয়েছিল?
লাদেনকে কোন অপরাধে হন্যে হয়ে খুঁজে হত্যা করা হল?
ইসরাইলের এই নব্য কসাইরা তার চেয়ে কি কম অপরাধ করছে?
ওদেরও কি ফাঁসি হবে না?

একজন হিটলারের আজ বড়ই প্রয়োজন এই পৃথিবীতে।
ওদের কর্মকান্ডই আজ প্রমাণ করছে-
হিটলার সেদিন ঠিক কাজটিই করেছিল।

পৃথিবীর বুক থেকে ওদের নিশ্চিহ্ন করার সময় এসেছে আজ।
ওদের নিশানা মুছে ফেলতে হবে চিরতরে।
নতুবা ওরা ধ্বংস করবে সুন্দর এই পৃথিবীকে একদিন।
ধ্বংস করবে মানবতাকেও।

মানবতা আজ মাথাখুঁড়ে মরছে!
একে রক্ষা করবে কে?