যে বাতাসে সাদা সাদা বকরা ওড়ে, বুনোহাঁসের ঝাঁক
দল বেঁধে নাইতে আসে পদ্ম দিঘীর জলে
সুরের ইন্দ্রজালে ভেসে আসে ওই
চির নূতনের ডাক-
ইথারে ইথারে সেই সুর তরঙ্গের খেলা চলে।
যে আকাশে রামধনু নামে বৃষ্টির জলে নেয়ে
সাতরঙা তুলিতে আঁকে ভালবাসার প্রচ্ছদ-
আমি স্পর্শে তার বিভোর হই বারংবার চেয়ে চেয়ে।
যে ঘাটে কপোত-কপোতী মন ভাসায়
প্রেমের সাম্পান, চিরদিন
পল্লির প্রিয়দর্শিনীরা আসে রোজ ভরা কলসী কাঁখে
সে ঘাটে ভাসাই তরী আমি এক
নবীন মাঝি!
উজান গাঙে তুলি আগামীর নোঙর-
সাদা ছেঁড়া পালে।
স্বপ্ন বুনি বুকের গহীনে।
যে সবুজ মাটিতে একদিন জীবনের কোলাহল থেমে যাবে
মাটির গন্ধে বিমোহিত হবে প্রাণ,
এ সবুজ মাটিতেই অমর হব আমি
আর কোনো চাওয়া নেই আমার-
এই একটি চাওয়াই
আজন্ম লালিত সুখ, স্বপ্ন আমার।