ভোরের সওগাত নিয়ে
কে এলো? ওই মুসাফির
শিউলি ঝরা প্রাতে
সোনালী ভোরের আলোয়
রাঙাপথ ধরে
আমার আঙিনাতে!
স্বপনে আমি দেখেছি যারে
এলো সে আজ আমার দ্বারে!
উচাটন মন
তাই অনুক্ষণ
চেয়ে থাকে তারই আশার পথে!
আসে যদি তবে দেয় না সাড়া
বিরহে মন পাগলপারা
এ দুটি আঁখি
ও মন পাখি
সদাই যে তারই ছবিটি আঁকে!
ভোরের সওগাত নিয়ে
কে এলো? ওই মুসাফির-
শিউলি ঝরা প্রাতে
সোনালী ভোরের আলোয়
রাঙাপথ ধরে
আমার আঙিনাতে!