কসমস ফুলের আড়ালে,ঠায় দাঁড়িয়ে যিনি
আমিও তাঁকে ফুল বলি,

ফুলের আছে সুভাষ,তাহার রয়েছে গৌরব
ফুল হলো পবিত্র,তিনি তার শষ্যক্ষেত্র
ফুল মন্ত্রমুগ্ধকর,আর তিনি গুণে গুনত্তর
ফুল হয় বিলাসী,প্রেমিকের কাছে তিনি দূর্লভ শ্রেয়সী

কসমস ফুলের আড়ালে,ঠায় দাঁড়িয়ে যিনি
আমিও তাকে ফুল বলি।

শোভিত ফুল দিয়ে তাড়াবো অসুর
ফুলেল কঙ্কনে সাজবে ময়ুর
খোপা ফুলে লাগবে বিধুর
অপলকে নেত্র মোর,এ বাসর মধূর

কসমস ফুলের আড়ালে,ঠায় দাঁড়িয়ে যিনি
আমিও তাকে ফুল বলি।