কবে কোথায়, ইতিহাসের পাতায়, দেখেছো লেখা এ কাহিনী?
কতো কথায়, আর কতো ব্যাথায়,কাটছে সহস্র রজনী।
শুধু মনে পড়ে, হিংসার তোড়ে, তুমি দিচ্ছো কতো দুঃখ।
লোভের মন্ত্রণায়, ক্ষুদার যন্ত্রণায়, মানুষের জীবন করছো রুক্ষ।
আমি অনাথিনী, লিখছি কাহিনী, কী ভীষণ বিভৎস এক ঘটনা।
সভ্যতার আড়ালে, কতো কুকীর্তি ঘটালে, সে কী আমার অজানা?

আমার অধিকার,তুমি করছো অস্বীকার,ওরে সভ্য সমাজপতি।
যতোই করো কটুক্তি, করবো মিনতি, থামাও তোমার এই চৌর্যবৃত্তি।
কতোযে আঘাত, কতো প্রতিঘাত, আসে আমার দিকে ধেয়ে।
পারিনা কইতে, এতো দুঃখ সইতে, বারবার দেখেছি শুধু চেয়ে।

আর কতোকাল, হবো আমি নাকাল, তাই এখন মুখ খুলবো।
আজ আমি দুর্বার, থামবো না আর, প্রতিবাদের ঝড় তুলবো।
দেখছি বারবার, মানবাধিকার মানবাধিকার, বলে ছড়াচ্ছো মিথ্যা উত্তাপ।
এতো কপটতা, কুচক্র আর কুটিলতা, মনে কী জাগেনা এতোটুকু পরিতাপ?

দিনরাত কতো খাটুনি, সাথে গাধারপিটুনি, তবুও পাইনা ন্যায্য মজুরি।
দানাপানির লাগি, নির্ঘুম রাত জাগি, আর তুমি দাও আমার গলায় ছুরি?
আমি চড় খাই, লাথি খাই, বৃষ্টিতে ভিজে আবার রৌদ্রে শুকাই।
ভেবেছো তোমার পাকস্থলী আছে, ক্ষুদা আছে, আর আমার নাই?

এই রঙের দুনিয়াদারি, তোমার জন্য বাহারি, গাথছো সুখের মালা।
টাকারই গর্বে, কোনো নতুন পর্বে, তোমাকে সইতে হয়না জ্বালা।
হেসে কথা বলো, তোমার ক্ষমতাও জোরালো, বোঝা যায় না মতি গতি।
গরিবের হক করছো চুরি,ভরছো নিজের ভুড়ি, আর হচ্ছো মস্ত শিল্পপতি।
মনের মধ্যে আঁধার রেখে, রটাচ্ছো জনসমক্ষে, তুমি চাও মানুষের ভালো।
অসহায়কে করে শূন্য, নিজেকে করছো পূর্ণ, নিভিয়ে দিচ্ছো আলো।
তোমার যতো ভাঁওতাবাজি, যতো চালবাজি, সেসব কী আমি চিনি না?
মিথ্যা বলার ছল, এতো কূটকৌশল, আমার সামনে দেখাতে এসোনা।
নতুন ফন্দি আটছো, আর বলে বেড়াচ্ছো, দেশে কেউ না খেয়ে নেই।
আমি কী আগন্তক, বলছি অহেতুক, বুঝি না কোনো ক্রমেই।

সেবার করোনা এলে, তুমি যে হেসেখেলে, চুরি করেছিলে ত্রাণ।
মিছে বলছিনা এসব, মনে কী পড়েছে সেসব? নাকী আনতে হবে প্রমাণ।
তোমার যতো দুষ্টবুদ্ধি, কখনো তো হবে না শুদ্ধি, ওগো ভন্ড সমাজপতি।
তোমার কী বিবেক নেই? কোনো দেশপ্রেম নেই?নাকী স্বার্থপর অতি?

আমি আজ ক্লান্ত, এবার হও ক্ষান্ত, একটু তো নিজেকে বদলাও।
সব মিথ্যা ছেড়ে দিয়ে, সবাইকে নিয়ে, দেশটা এগিয়ে নিয়ে যাও।
করোনাকো হয়রানি, এতোক্ষণ বেহুদা চিল্লাইনি, বুঝেছো সমাজপতি?
বৈষম্যকে চাপা দিয়ে, ভন্ডামি ভুলে গিয়ে, ছড়াতে পারবে জ্যোতি।
আর যদি না পারো, যা খুশি তাই করো, তবে শুনে নিও।
তোমার সভ্যতাকে, সভ্য সমাজকে, আমার সালাম দিয়ো।