একদিন পথে নামবো,
শহরের কোলাহল ছেড়ে।
বহুদিন হলো একই রাস্তায় হাঁটা,
একই শ্বাসে বেঁচে থাকা।
যেনো বুকে ভারী পাথর চাপিয়ে চলছি।
শহরের আলো চোখে ঝিলিক তোলে না,
বরং ঘুমের মধ্যে ঢুকে এসে বিরক্তি ছড়ায়।
চাই এবার অন্য কিছু,
অজানা পথের ধুলো,
নদীর বুকে ভাসতে থাকা মৃদু ঢেউ।

সকালবেলার রোদ গায়ে মেখে
চলে যাবো দূর কোনো গ্রামে।
তালপাতার ছায়া, মাটির ঘর,
বাঁশঝাড়ের পাশে বসে কাটবে দিন।
খাদে ভরা মাটির গন্ধ,
চুপ করে বসে রইবো আর কাঁপবে বুক।
কোনো তাড়াহুড়ো নেই,
কোনো ইমারতের উঁচু দেওয়াল নেই,
যা আমাকে আটকে রাখবে,
যা আমার যন্ত্রনা বাড়াবে।

রাত এলে উঠবো নৌকায়,
তারাদের আলোর নিচে বয়ে যাবে নদী।
দূরে বাঁশির সুর,
তাকে অনুসরণ করবো,
নীরব পথে যেখানে শব্দ নেই।
শুধু হাওয়ার মৃদু সোঁ সোঁ ধ্বনি।
একদিন যাবোই।
সবকিছু ছেড়ে চলে যাবো,
আর পেছন ফিরে দেখবো না।
একদমই দেখবো না।

শহরের ব্যস্ততা আর বাঁধা জীবন
এই পথ ছেড়ে পা বাড়াবো শান্তির ঠিকানায়,
যেখানে দিনের শেষে শুধু এক ফোঁটা আকাশ চাই।
জঙ্গল ডিঙিয়ে, গাছের ছায়ায়
পৌঁছে যাবো সেই গন্তব্যে,
যেখানে মন বাঁচে মুক্তির স্বাদে।
একদিন যাবোই।
নীরব প্রকৃতি ডাকছে,
জঙ্গল ডিঙিয়ে সোজা পথে,
চলার শেষ ঠিকানায়।