গড়ে ছিলাম শত কোটি আশা নিবাস
উত্তেজনায় পূর্ণ ছিল প্রতিটি শ্বাস
ছিল তাঁর রঙচঙে একটা মুখোশ
ধরে ফেললেই সে আবার হতো নাখোশ
স্বদেশে দিয়েছিলাম শাসনের অধিকার
নিজ হাতে করেছিলাম ঘরের সরকার
তার দৃষ্টি শিকল হল মোর অঙ্গে
মোর মত অভাগিনী নাই সারা বঙ্গে
নিজেই নিজের মুখটি ধরেছিলাম চেপে
তার সামনে বলতে হতো কথা মেপে মেপে
প্রহার কভু করেনি সে,বড্ড ভালো মানুষ
কথার সুচে ফুটিয়ে দিত মোর শখের ফানুস
"আমি সব" বলতো না সে, এমন আবার নয়
বলতো করে মোর আধেক জীবন ক্ষয়
তবুও তো মনের মানুষ মাথায় আমার ছিল
যত্ন আমার একটুখানি নাই বা সে নিল
এমন করেই যাচ্ছে কেটে মোর দিনকাল
কেইবা থাকে পরম সুখে চিরকাল!