আধার কালো চারিদিকে কিছুই দেখি না
দূরে দাঁড়িয়ে তুমি এক টুকরো জোছনা
সেই জোছনা ধরার মোর বড় অভিলাষ
খাঁচায় বসে শুধু ফেলি দীর্ঘশ্বাস
দখিনা বাতাসে উড়ে তোমার কৃষ্ণকেশ
খাঁচা থেকে দেখে লাগে মোর বেশ
কথা কেন ওগো বলো এত আস্তে
চেষ্টা শুনার, কন্ঠ তোমার, যায় ভেস্তে
একদিন হলো কি ,খাঁচা ছেড়ে পালিয়েছি
হিতাহিত ভুলে গিয়ে, দ্বারে তার বসেছি
দেখি বসে আছে প্রিয় মোর,মনে নেই খোল দোর
জানালায় মুখ রেখে ,সে আপন প্রিয়ায় বিভোর !