লাল রঙে ভরপুর, সে মোদের রংপুর
বিভাগ এটি ,আটটি জেলা
চারদিকে ঝুমুর নাচের খেলা
নুরুলদীন ,আবু সাঈদ
এরা মোদের বীর শহীদ
পুঠিয়া রাজবাড়ী যেথায়
মোদের রাজশাহী সেথায়
বিভাগ এটি ,আটটি জেলা
গরমে লাগে ফজলি আমের মেলা
রাজশাহীর বরেন্দ্র জাদুঘর
শরৎকুমার রায় তার কারিগর
জাফলং যার সাবলেট ,সে হল সিলেট
বিভাগ এটি, চারটি জেলা
ডাউকি নদীতে স্বচ্ছ জলের খেলা
আছে তামাবিল শাহজালালের মাজার
আছে চা বাগান মৌলভীবাজার
নেই কোন সিংহ ,তবু নাম ময়মনসিংহ
আছে অবশ্য কুমির ,ভালুকা তাদের নীড়
বিভাগ এটি , চারটি জেলা
সারাবছর শুধু ধানের মেলা
জ্বালিয়েছে সর্বোচ্চ স্বাক্ষরতার মশাল
ছয়টি জেলার বিভাগটি হলো বরিশাল
জন্মেছিলেন জীবনানন্দ , কবি রূপসী বাংলার
জন্মেছিলেন মহিউদ্দিন ,বীর সন্তান বাংলার
বুড়িগঙ্গা নদী চলে আঁকাবাঁকা
তীরে তার রাজধানী ঢাকা
বিভাগ এটি , তেরোটি জেলা
সব জাতের মানুষের মিলন মেলা
মসজিদের এ নগরে বান্দা খোঁজে 'আল্লাহ'
দূষিত এ শহরে আছে লালবাগ কেল্লা
নয় যদিও গ্রাম, নাম তার চট্টগ্রাম
বিভাগ এটি, এগারোটি জেলা,
তন্মধ্যে তিনটি পার্বত্য জেলা
চট্টগ্রাম বন্দরে জাহাজের খেলা
সেন্টমার্টিন দ্বীপে প্রবালের মেলা
কোন বিভাগ যেন গেল বাদ,
ও! সে তো মোদের জাহানাবাদ
বর্তমান নাম খুলনা, দশটি জেলা
এইখানে শুধু বনভূমির মেলা।
সুন্দরবন,ষাটগম্বুজ ,জাহান আলীর মাজার
খুলনা তাই সর্বদাই পর্যটকের বাজার
ভাটি অঞ্চলের কন্যা,আমার রূপসী জন্মভূমি
শুধু একটিবার সময় করে ,দেখে যেও তুমি...।