রোদের উষ্ণতা দেহ পোড়ে
দেহের উষ্ণতা পুড়ে মন,
হাত ছুঁইলে মন জাগে
শরীরে চায় উত্তরের সমীরণ ৷
ঘ্রাণ শুঁকে পর্দা ছিঁড়ে
স্পর্শ পায় না মিলন,
স্রোতের পরে স্রোতের ডাক
ভরা পূর্ণিমায় যৌবন ৷
মাতাল নদীর উত্তাল টেউ
তৃষ্ণা মেটাই জল,
অসাড় দেহ নির্নিমেষে
খুঁজে ফিরে শ্রান্তির ঢল ৷
রশিদ কলোনী
May 2020