খুব অদ্ভুত তুমি
যতই দূরে সরাই ততই কাছে আসো
আমার একটু অবসর তোমার দখলে
আমার নীরবতায় তোমার আধিপত্য
আমার বিভাবরিতে তোমার বিচরণ ৷

সত্যই অবাক আমি
আমার সকাল কিংবা আমার বিকালে
তোমার উপস্থিতি, তোমার সান্নিধ্য পাই
আমার জোসনায় তোমার বিরহের গান
হরেক রকম নেশায় আড়ষ্ট করে সব ৷

জানো?
আমার বইয়ের পাতায় তোমার ছবি
তোমার চিরকুটের ভাষাও কথা বলে
আমি ব্যস্ত হতে চাইলেও নিকোটিনের
ধুম্রজাল টেনে নেয় আড়ালে, আবডালে ৷

অরু
তুমি আজ অলীক, তুমি অস্পর্শনীয়া
তুমি মোর দৃষ্টিতে কড়ারোদ্রের মরিচিকা
তোমার ছোঁয়াও নেই, কোন আলাপন নেই
তবু কেন তোমার এতো অবাধ বিচরণ ?

April.1.24