ছোট ছোট যে নদী গুলো বয়ে যায়
যে মোহনায় মিলে যায় নিরন্তর
অথবা কালান্তরের সাক্ষী যে বৃক্ষ
বিদ্যমান সবই স্বকীয় অবস্থানে ৷
প্রেয়সী তুমি শুধু কলমি ফুল
তাই তো আমি কলমি ফুলে
ফুলে তোমায় খুঁজি বেলা অবেলায় ৷
যেখানে ফুটে একরাশ কেয়া
কিংবা যে হাঁস গুলো এক পায়ে
ডানা ঝাপটায় বিলে, আমি সেখানেও
চেয়ে থাকি, চেয়ে থাকি অপলক ৷
চেয়ে থাকি ঝরে পড়ে পাতায়,
শিশিরে সিক্ত জবায়, অথবা
শীতের উদাস দুপুরে যে পাখি
গুলো ডাকে তার পানে চেয়ে থাকি ৷
শুধু এই বেলায়, নয়তো অবেলায়
তোমায় যেন পাই ৷