অথচ আমি চাই তোমাদের পাশাপাশি থাকি
বিকালের হাওয়ায় নিঃসঙ্গতা আর না হোক সঙ্গী ৷
আমি চাই ভালোবাসি চিরচেনা রাতের মতো,
যত দিন যায় মুঠোয় পুরে থাকুক ভালবাসা যতো ৷
আমি চাই খাবার টেবিল জমে উঠুক ফের
ভোরে খালি পায়ে হাঁটি স্পর্শ নিতে শিশিরের ৷
নরম রোদ পোহায় প্রিয়দের সনে — চনমনে
বহুদিন ধরে শূন্য বুকে জমে থাকা গল্পের টানে ৷
ফিরে এসে দক্ষিণের ঘরে শান্ত সন্ধ্যা কাটায়
আমার ভেতরের মরুভূমি বৃক্ষ শোভিত চাই ৷
পৌরাণিক দেয়ালে কেটেছে যুগ — শ্রান্ত এখন
আমি চাই তোমাদের সনে এক সরল জীবন ৷