লেকের ধারে মাছের টুপটাপ দেখেনি
তবুও প্রেম প্রেমময়,
আয়োজন করে নয়, মিলেছি দু’দিক হতে
একান্ত স্বকীয় অভিপ্রায়।

পার্কে পার্কে ঘুরে ফিরে সময় কাটেনি
কেটেছে এক পলক দেখার নেশায়।
গোলাপ কিনে নিবেদন হয়নি
রেস্টুরেন্ট কিংবা ক্যাফেটেরিয়্যায়
কোন স্মৃতি নেয়
তবু ভালবাসা শুধু নীরবে নীরবেই।

চিরকুটের শব্দে-ছন্দে আসেনি আবেগ
কবিতায় কবিতায় ভরেনি ডায়েরির পাতা
তবু দুচোখ জুড়ে শুধু সমুদ্রসম প্রেম
আর অনুভূতির স্নিগ্ধতা।

রেলিঙে হেলান দিয়ে জোসনা দেখিনি
বলিনি তোমায় কবিতার উপমা,
আমার মনের গগন।
তবু প্রেম মধুময়, মধুময় হিয়ার আলিঙ্গন।

লুকোচুরি লুকোচুরি চোখের ভাষা
খুঁজে ফিরে মন,নিভূতে দু’জনে একাকার
তবু অগোচরে হয় অভিসার।