দুপুর শুধু আমার থাকুক, রাত নামুক তোমার হয়ে
শান্তি আসুক মন মননে, যে যার মতো চলুক উজান বেয়ে ৷
দুইটি পথের ছয়টি গলি, যতই থাকুক মোড়
হাতের মুটোই খুলেই তবে, পথের হোক জোড় ৷