আমার ভেতর ভাবে -
ফুল ফসলের মতো জীবন কাটুক
বসন্ত নামুক প্রশান্তি নিয়ে ৷
কৃষ্ণচূড়ার নিচে দোয়েল শিশ
দেখে দেখে মধ্যাহ্ণ কাটুক ৷
পুকুর পাড় ও সিঁড়িতে বসে জলে
জোসনা দেখতে চাই ৷
মেটোপথে ঝাউবনের পাশ দিয়ে
বন ফুলের সুঘ্রাণে পা ফেলতে চাই ৷
কচি ডাব, আম, জাম ও ডালিম
কিংবা পৌষের পিঠা, ধানের গন্ধ,
শাপলার রঙ, লেবু তলার নলকূপের
শীতল জল, গরম ভাতে ভাজা ডিম
মন ভরে খেতে চাই ৷
উঠুনে শুভ্রতা ছড়ানো যে ভালবাসা
থাকে তার মতো মৌন শান্তি চাই ৷


কিন্তু আমার চারপার্শ্বে -
সিগ্রেটের ধোঁয়ার ঝড়,
কীটপতঙ্গের আহাজারি
ইঁদুরের উৎপাত, যৌবনের অত্যাচার
আধ খানা ট্যাবলেটের খোসা ও দ্য ওয়ে অব
দ্যা ওয়ার্ল্ড ভাঙ্গা টেবিলে পড়ে আছে ৷