সব লেনদেন সব পাঠ থেমে গেছে
কালি ও কলম থমকে আছে,
প্রতিটি পাতায় পাতায় হয়েছে লেখা ৷
মিলনের সব প্রয়াস এখন শুধু নিরুৎসব
গল্পের মোড় নিয়েছে দুদিকে, ইতি টানা
সময়ের প্রয়োজন, মিথ্যে রিলেশন নিরর্থক ৷
সময় নেই, এসে পড়েছি অবেলায়
নিরুদ্দেশ হওয়ার এখন সময় ৷
যত বিনিময় হিসাব তত নয়
শুধু দেওয়ার সময় বিদায় ঢালা ৷
এখন আমার যাওয়ার পালা ৷
এখন আমার যাওয়ার পালা ৷