১৷ শুকতারা

ডুবে যাও অন্ধকারে যখন রাত ঘুমায়
একাকীত্ব খুঁড়ে খাক আত্মা ৷
জোনাকীর ঘরে নিভে যাবে আলোক
জীবন যখন হতাশার বার্তা ৷

চাঁদ নেমে আসুক জোসনা মুখে নিয়ে
ঝিঁঝির ডাকে হাসুক ধরা ৷
মৃত বাড়ির রাত্রির নীরবতার মতো রাতে
খোল ভেতরের শুকতারা ৷



২৷ শূন্যতা

মায়ের কবরের মাটির রঙ
কালছে হয়েছে মাত্র ৷
বাবা কাঁচা হলুদ মাখে
সঙ্গিনীর গালে ৷
আমি এদিক ঐদিক দৌড়ে
গিয়ে দেখি -
কোথাও মাও নেই ! বাবাও নেই !