আমার কাছে রাত্রি আসে
জোনাক জ্বলার মতো,
নিকষ কালো আঁখি গুলো
জ্বলে অবিরত ৷
জোসনা এলে সঙ্গ মিলে
ছুটি তারার দেশে,
শশীর আলোয় জ্যােৎস্না কুড়ায়
দীঘল রাতের শেষে ৷
স্বপ্ন নিয়ে রাত্রি বয়ে
আমার ছোট্ট সেই ঘরে,
সহস্র কাহিনী টেনে আনি
নিশীথিনীর আঁধারে ৷
রাত্রি আসে অবশেষে
মাতাল করে আমায়,
হাসনাহেনা তুমিহীনা
সুর তুলে যায় ৷
রাত্রি আমার নেশার আসর
প্রলাপ করে কাঁদি,
রাত্রি আমায় দেয় না ঠাঁই
জাগরণ যায় নিরবধি ৷