মুয়াজ্জিনের কন্ঠে আজানের সুর বাবুর কণ্ঠে কান্নার ৷
এই বুঝি এসে গেল বাবু ভবে নয় মাইনা পর ৷
চোখ মেলিয়া কি দেখিবে ? মায়ের ফ্যাকাশে মুখ?  
নাকি অসহায় পিতার খেরোপাতার ভারী নোটবুক ৷

ভাবনাটুকু কপালের ভাজে, চেহারা ভীষণ খোশ
ঘরণী আমার বড় বুঝদার নেই কোন আফসোস ৷
জনক আমি টনক নড়ি — বাবুর সুখের তরে
ধরিত্রিটা পাল্টে দিবো — বদলে দিবো তারে ৷


অন্ধকার হটিয়ে দিবো, আলোক দিবো ঘরে
জননী তার গান শোনাবে হেমা মালতীর সুরে ৷
যত অনাচার আমি দেখেছি, নাহি দেখুক আলোর সন্তান
ভূমিষ্ট হল যে আশা নিয়ে হোক তার সৃজন উত্থান ৷