ঝরে গেছে শুকনো পাতার মতো আয়ু
চলে গেছে পুরনো দিন সুখ গুলো নিয়ে
আমি শুধু বেঁছে আছি মানুষের ছায়া হয়ে ৷
ভুলে গেছি সব রঙিন দিন নিঃসঙ্গতায়
জীবন ব্যর্থতার ইতিহাস উড়ে ছেঁড়া পাতায়
একের পর এক কাল ঝড়ে তা নিয়ে যায় ৷
দুই চোখে দেখি কত জন কত ভাবে সুখি
আমার শুধু অসুখ হারানো গল্পের তরে
এখন শুধু নিঃশ্বাস ফেলছি অন্তিম দুয়ারে ৷