ভোর হল কিন্তু প্রশস্ত এক সকাল হল না
সূর্য উঠল তবে তেজদীপ্তির আভাস নেই ৷
ফুল ফুটল কিন্তু পাপড়ি বিকশিত হল না
বৃষ্টি হল তবে মেঘের পূর্বাভাস অনুপস্থিতই ৷

দীপ্তহীন দিন, তেজস্বী মিছিল নেই আজ
যে পাখির ঘর নেই তার কপালে ভাজ ৷
দুই নয়নে ঘুম নেই সামনে ভীষণ দুর্দিন
গারো পাহাড় কাঁপছে, জনরোষের সম্মুখীন ৷

এক সুপ্রসন্ন সকাল হোক স্নিগ্ধ ভোর নিয়ে
সবিতার রোদ আসুক আলোক ধারা দিয়ে ৷
ফুলে ফুলে পসরা সাজুক ভ্রমর নাচুক তালে
মেঘের আহবানে বৃষ্টি আসুক মওসুম মিলে ৷