(অ্যাক্রোস্টিক পয়েম)

ফাগুনের ঐ মাতাল হাওয়ায় উড়ে তোমার কেশ
রিন ঝিন রিম ঝিম মাদল বাজে চরণ তলে বেশ ৷
নয়ন জুড়ে মায়ার ছোঁয়া অপলক চেয়ে চেয়ে রই
আসর মাতে তোমার নৃত্যে ময়ূরীর তালে তাল লই ৷
লতার মতো অঙ্গে তোমার নীলাভ শাড়ির বাহার
মনের শত রূপের প্রকাশ যেন কুকিল কন্ঠে প্রসার ৷

তুলির কালি ফুরিয়ে যাবে আঁকতে তোমার রূপ
হিয়ার মাঝে পুলক জাগে, ছুঁতে ইচ্ছে করে খুব ৷