বিপরীতার্থক

আমি এবং শৈবালের অ্যালজিন
দুটো বিপরীতের ৷
শৈবালিক অ্যালজিন প্রাক্তনের গোছানো
কামিজের মতো প্রিয় ৷
আমি প্রাক্তনের বাসি পোশাকের মতো,
নেংটো হওয়ার পর হুকে যেমনি ঝুলে থাকে ঠিক তেমনি  ৷



সমার্থক

নর্দমার পাশে দাঁড়িয়ে আছি,
সমভিব্যাহারে  দুর্গন্ধ শ্বাসে
যেভাবে হানা দিল,
সেরকম আমি মানুষের নিকট থেকে
পেয়েছি জোরেশোরে ৷
নর্দমা আর মানুষের কিঞ্চিৎ তফাৎ  নেই ৷

মানুষ নর্দমার মতো ৷
নর্দমা মানুষের মতো ৷