একদিন তাদের প্রেম ছিল,
এখন গলায় রশির চিহ্ন আছে!  
মায়া ছিল, স্পর্শও ছিল অনেক
এখন কেবল বেঁচে থাকতে চায় ৷

দুটো ফুল, চারটি পাতার সংসারে
কিছু পাতা শুকনো হয়ে উড়ে যাবে ৷

পাতা ঝরে গেলে
দুটি পাতা এগিয়ে চলছে দুই মেরুর দিকে ৷

04৷03৷24