অ শিখেছি , আ শিখেছি
শিখছি আরো আঁকা ৷
গান গেয়েছি, নাচ দিয়েছি
লিখছি হরেক লেখা ৷
ছবির পরে ছবি আঁকি
দৌড়ায় পুরো মাঠ ৷
কাগজ ফুলে খেলায় মাতি
শিখি নানান পাঠ ৷
জবা, প্রভা আর জুঁই এলে
খেলি অংক খেলা ৷
মনের সুখে, খুশির বানে
কাটায় সারা বেলা ৷
পড়া শোনা লেখার মাঝে
আনন্দ যে পাই ৷
খেয়াল মতে খুশির স্রোতে
রোজ স্কুলেতে যাই ৷
মাস্টার মশাই পড়ান যত
রং বেরঙের অক্ষর ৷
নতুন নতুন স্বপ্নের মাঝে
ছুটির ঘণ্টা বাজে নিরন্তর ৷
স্কুল/ছড়া