পিছনে মোর ঘন কালো ছায়া
অবরুদ্ধ আমি, ক্লান্ত আমার কায়া ৷
পথে বিভীষিকাময়, ভেজা কুয়াশায়
মাকড়সার জাল ছিঁড়ে চলি একলাই ৷

তবু কাটে না ঘনঘোর, আসেনা প্রভাত
পথে পথে লেগে আছে দ্বন্দ্ব - সংঘাত ৷
সরাতে ব্যস্ত আমি জীবনের জঞ্জাল
তবু চলন্ত তরণীর ছেঁড়া পাল ৷

এই পথ আর যেন নাহি পাই,কালো
ছায়া সরে যাক, নব আলো চাই ৷