কহিলাম তাহারে, “আর না, আর না অভিমান
মেঘটুকু কেটে যাক, দেখা যাক নীল আসমান ৷"
কহিল সে, “ধরা আর নাহি দিবো হায় এ জনমে
মায়াটুকু পড়ে থাক, স্মৃতি গুলো রেখো ফ্রেমে ৷"
বলিলাম, “সহিতে নাহি পারিবো না বিচ্ছেদর যাতনা
মিছে কেন হল মোর অনুরাগ, যত সব বাসনা ৷"
রহস্যময়ী কহিল, “দেখো না সটান মোর আঁখিতে
সহস্র জওয়াব গড়িয়া পড়ে পারিনি রাখিতে ৷"
চাহিলাম, “ধরার পৃষ্ঠে সৃষ্টি করিবো অমৃত
তোমার তরে একেবারে করিতে অর্পণ ৷"
সুহাসিনী চলিল, “বলিয়া, সহিবে না, সহিবে না তা — ওষ্ঠে লেগেছে গরল ৷"