" ইতিহাস অর্ধসত্যে কামাচ্ছন্ন এখনো কালের কিনারায়;
তবুও মানুষ এই জীবনকে ভালোবাসে; মানুষের মন
জানে জীবনের মানে: সকলের ভালো ক’রে জীবনযাপন।
কিন্তু সেই শুভ রাষ্ট্র ঢের দূরে আজ।"
জীবনানন্দ তাঁর 'এই সব দিনরাত্রি' কবিতায় বলেছেন উপরের কথা গুলো ৷
ইতিহাস, জনজীবন এবং রাষ্ট্রের পারস্পারিক সম্পর্কে যে যার মতো করে অবস্থান করে থাকে ৷ সবি ঘটনার সাথে সম্পর্কিত কিন্তু জীবন ভর ঘটতে থাকা সমস্যা গুলোর আদো কোন সমাধান দিতে পারে না ৷
মানুষকে সমস্যা বহন করে নিতে হয় কালের স্রোতের প্রতিকূল অবস্থা ঠেকিয়ে ৷ সমাজ, রাষ্ট্র ও মানুষ প্রাসঙ্গিক উপাদান মাত্র ,আলোচনার বিষয় ৷ কিন্তু সকল আলোচনার মূলমন্ত্র পরিহার করেও মানুষ ভাল ভাবে বেঁচে থাকার তাগিদে লড়ে ৷ ভাল কিছুর আশ্রয়ে থাকে ৷ ভাল কিছুর সন্ধানে যুদ্ধে লিপ্ত হতে থাকে ৷
তাই নয় কি ?