প্রতিদান

তুমি যা শিখিয়েছো—  উত্তরাধিকার তা করিবে দান
তোমারি শেকড়ে একদিন দিবে তারা টান ৷


প্রশ্ন  

ভাঙ্গা দালান কহিল আমার গায়ে হাজারো ক্ষত
ধ্বংসের নাম কেন হল গণতন্ত্র?