একদিন সদ্য ফোটা ফুলও ঝরে যায়
সবুজের সমারোহ তেপান্তরে মিশে যায় ৷
ঢেউয়ের স্রোতে ভেসে যায় রাঙা উৎপল
থেমে যায় গানের পাখির কোলাহল ৷
একদিন মধুর মিলনও মোড় নেয় দুদিকে
বর্ষার বুকেও শরৎ আসে রামধনু এঁকে ৷
এঁকেবেঁকে চলে যায় জীবন তরী
রেখে যায় কিছু স্মৃতির রাঙা অপ্সরী ৷
একদিন রবি, শশী, জোসনাও হয় বিবর্ণ
সবুজ পাতায় পড়ে মরীচিকা, খয়েরি বর্ণ ৷
নিস্তব্ধ হয় বিশ্বচরাচর মায়ার অবনী
কিছু কিছু থেকে যায় করে শুধু ঋণী ৷
জানো? একদিন সমস্ত কিছু হবে বিলীন
শুধু ফ্রেমে বাঁধা রাঙা ফটোগ্রাফ অমলিন ৷
হয়ত লুকিয়ে যাবো আমিও একদিন
লুকাবে না শুধু অংকিত স্মৃতি কোনদিন ৷
উৎসর্গ : তুহি