নম্রতা নেই কোন কাজে
বিশ্রীভাবে পরশ্রীকাতরতায় বসবাস ৷
নির্লজ্জ হয়ে চারিদিকে
এখনও বেশ তাকিয়ে আছি
ঘুমাবারও জো নেই ৷
সভ্যতার রদবদলে আমরা হয়ে পডছি
অর্বাচীন,
প্রাচীন দালানের শ্যাওলার মতো,
ফাঁক ফোকরে বেড়ে উঠা বিটপির মতো ৷
মানুষ গুণে গুণে বুঝে নেয় স্বার্থ
ভেঙ্গে পড়া সমাজের চোখে অর্বাচীন
রাজাধিরাজ ৷
কয়েকজন ছাড়া বাকি সব প্রাণী
সুযোগের অভাবে হা - হুতাশে
ভারী করে জন্মভূমির সৌভারইনটি ৷
চারিদিকে অভাব - ভাতের নই
সভ্য হওয়ার, সৌজন্যতার ৷
যারা ভাল সেজে আছে, ভেতরকার
কাঠামো, অন্তরের খোলস - শয়তানের ৷