প্রশান্তির এখানের রাতের শেষ প্রহর
প্রশান্তি দখিনা হাওয়ার পূর্ণ ভোর ৷
পুষ্কুনির ঘাটে শীতলতা প্রতিক্ষণ
স্বচ্ছ জলে একরাশ প্রশান্তির নিমন্ত্রণ ৷

অবারিত মাঠে মুঠোয় ভরা শস্য
হাভাতের চিন্তন এখানে উপহাস্য ৷
এখানে শ্যামলিমার ছায়াবাজি চলে
এখানেই জোনাক, ঝিঁঝিঁ সুর তোলে ৷

ক্ষুদ্রতেই তুষ্ট এখানের কারিগর
নাও বাধা ঘাটে নিদ্রা চলে পরস্পর ৷
এখানে বন্ধন হয় যোগ বিয়োগের
এখানের চির প্রশান্তি মৃত্তিকার উপর ৷

আয়োজনে বিয়োজন একাকার সব
নিশি কি দিবা তাহাদের কলরব ৷
এখানে চৈত্র কিংবা বর্ষার যে উৎসব
এখানেই প্রশান্তির অকৃত্রিম বান্ধব ৷