মধ্যরাতে কখনো কি জেগে ওঠে
হতাশায় ভুগেছ?
আমাকে চেয়েছিলে নাগালে?
কঠিন তৃষ্ণা পেয়েছিলে তোমার?
অথবা অন্ধকারে প্রকোষ্ঠ হতে দেখেছিলে
কয়েকটি ল্যাম্পপোস্ট; একটি জ্বলে, বাকি
সবই নিভছে আর জ্বলছে ৷
হয়তবা দেখোনি
এমন কঠিন মুহূর্ত নেই তোমার ৷
ইদানীং কালে রাত জাগা রোগ
আমার ক্রমবর্ধমান হতে হতে দীর্ঘতর হচ্ছে ৷
এক মুঠো নরজিন পুরো খেলেও
না আসে মাদকতা, না আসে ঘুম
বরঞ্চ রাত জাগার পরিমাণ বেড়ে চলছে ৷
একটু তন্দ্রা আমায় আচ্ছন্ন করলে
মধ্যরাতের ট্রেনের হরণ তা কেড়ে নেই ৷
ল্যাম্পপোস্টের আলোয় গতিশীল পোকাগুলো
আমায় টানে, কিংবা পাশের বাসার কোন এক
ষোড়শীর নব্য প্রেমের আলাপ গুলো শুনি ৷
জানো!
তোমাকেও যে মাঝে মাঝে স্বপ্ন দেখি
আমায় বকছো, 'এতো রাত জেগে থেকে মরবে, নাকি?'
*2021*