হাজার বছরের দুঃখ পুষে চলেছি বাংলার পথে পথে
এক হাজার অভিমান জমা আছে এই বুকে ৷
তবু এই দেশের ফুল ফসলের অমায়িক ঘ্রাণ
হলুদের কাঁচা ফুলের আনন্দ আমার চোখে মুখে ৷

আমার অভিমানের সঞ্চয়পত্রে মুনাফা বাড়ে ক্রমাগত
কাগজের গায়ে খচিত হয় এক পাহাড়সম অভিযোগ ৷
তবু আমি মাতার গতরে যে মৃত্তিকা, সেই মৃত্তিকার তরে
নবায়ন করি নশ্বর দেহের অবিনশ্বর সংযোগ ৷

জনপদে জনমতে জন্ম হতে দেশের বাতাসে
দুঃখ বিলাসের করুণ সুর মিছিল, সমাবেশে ৷
কৃষকের হাসি দেখে আমি ভুলে যায় সব হতাশা
স্বপ্ন নিয়ে বেঁচে থাকি দোলায়িত ধানের শীষে ৷

এল ব্লক, হালিশহর ২২ জানু ২০২৫