মা, আজও ডুকরে কেঁদে ওঠে মন
অশ্রু জলে সাগর ভরে প্রতিক্ষণ ৷
বেদনা, যন্ত্রণায় কাতর সব
কখনো গুমোড় মেঘে উঠে রব ৷
শূন্য কুঠিরে বেদনার সাথে বসবাস
আজও তোমার টানে হয়নি বিনাশ ৷
জীবন্ত দেহ প্রাণ নেই, প্রাণহীন
ব্যতিত স্মৃতি গুলো সমুজ্জল, অমলিন ৷
অদূরে হাতছানি দেয় অলক্ষ্যে
অশ্রু গড়ায় দমে দমে সিক্ত চোখে ৷
সহজ পথ চলা; অকস্মাৎ অতি কঠিন
কদম গুটিয়ে আসে সেই দিন ৷
মা;
আজ আর কষ্ট সয়না; নীলকষ্ট
নিরুদ্দেশে চলছি হয়ে পথ ভ্রষ্ট ৷
বেদনায় মরিচিকা পড়েনি, হয়নি নিঃশেষ
ক্ষণে ক্ষণে আওয়াজ তোলে বেশ ৷